মহানবী (সাঃ)-এর ১০টি অনন্য বাণী যা জীবন বদলে দেবে

 মহানবী (সাঃ)-এর ১০টি গুরুত্বপূর্ণ বাণী


“কর্মের ফল নির্ভর করে নিয়তের উপর।”


“তোমাদের মধ্যে সে-ই উত্তম, যার চরিত্র উত্তম।”


“মানুষের মধ্যে সে-ই শ্রেষ্ঠ, যে মানুষের উপকারে আসে।”


“পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।”


“একজন মুসলিম আরেক মুসলিমের ভাই।”


“শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর ফরজ।”


“তোমরা সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, ভয় দেখিও না।”


“তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে তার স্ত্রী ও পরিবারের সঙ্গে উত্তম ব্যবহার করে।”


“তোমরা দুনিয়ার জন্য এমনভাবে পরিশ্রম করো যেন চিরদিন বেঁচে থাকবে, আর আখেরাতের জন্য এমনভাবে কাজ করো যেন আগামীকালই মৃত্যু হবে।”


“আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন, যে কাজে নিষ্ঠাবান হয়।”


👉 এগুলো হাদিসের আলোকে সংক্ষেপে উল্লেখ করা হলো।




মহানবী (সাঃ)-এর ১০টি অনন্য বাণী যা জীবন বদলে দেবে মহানবী (সাঃ)-এর ১০টি অনন্য বাণী যা জীবন বদলে দেবে Reviewed by RohitXpress on সেপ্টেম্বর ০৫, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.